নির্বাচনী তফসিল ২০২৩

সম্মানিত বিএসপির সদস্যবৃন্দ,
আমি ডা: শামস রুহানী ইসলাম, ভাইস প্রেসিডেন্ট, SAAP গতকাল ২৭/১১/২৩ তারিখে সন্ধ্যা ৭ টায় SAAP এর Executive Committee এর সভায় বি এস পিকে প্রতিনিধিত্ব করি। সকলকে জানানো যাচ্ছে যে SAAP এর Executive Committee এর সিদ্ধান্ত ক্রমে নবীন রিসার্চারদের (৪০ উর্দ্ধ্ব নয়) জন্য Prof. Arif Siddiqui Memorial Award প্রদান করবে।

গতকালের সভায় বিএসপির পক্ষ থেকে আমি দুইটি প্রস্তাবনা প্রদান করি-

১) এই এওয়ার্ড প্রদান কমিটিতে বাংলাদেশ থেকে কারো নাম না থাকায় অধ্যাপক নুরজাহান বেগম ম্যাডামের নাম প্রস্তাব করি , যা সর্ব সম্মতিক্রমে পাশ হয়।

২) SAAP এর প্রতি এই তালিকায় বাংলাদেশ হতে নাম প্রাপ্তির জন্য সময় ১ মাস বাড়ানোর আবেদন জানাই, সেটাও সর্বসম্মতিক্রমে পাশ হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়।

বি: দ্র: আবেদন সোসাইটির মাধ্যমে অবশ্যই যাওয়া লাগবে। এখানে individually আবেদনের সুযোগ নাই। আগ্রহী প্রার্থীদের অধ্যাপক রোকেয়া বেগম ম্যাডাম অথবা ডা: শামস রুহানী ইসলামের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হল।

(বিস্তারিত তথ্যের জন্য পিডিএফ দ্রষ্টব্য)

Comments are closed.